![আশুলিয়ায় বাসে তরুণী ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/abnews-24.bbbb_129397.jpg)
সাভার (ঢাকা), ০৯ মার্চ, এবিনিউজ : ঢাকা জেলার সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়িতে বাসে তরুণী ধর্ষণ ও চালক হত্যা মামলার প্রধান আসামি রুবেল (২৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ শুক্রবার ভোররাতে টঙ্গাবাড়ি এলাকায় ঢাকা উত্তর জেলা পুলিশের সাথে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের পুত্র। সে গত ১৩ ফেব্রুয়ারি আশুলিয়ার শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি কালে এক তরুণীকে ধর্ষণ ও চালককে হত্যার ঘটনায় জড়িত বলে দাবি করেছে পুলিশ। এ ছাড়া রুবেল ডাকাত দলের সর্দার বলেও জানা গেছে। জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাসে এক তরুণীকে ধর্ষণ ও চালককে ছুরিকা ঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
ওই ডাকাত দলকে ধরতে আজ শুক্রবার ভোররাতে টঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালায় ঢাকা উত্তর ডিবি পুলিশ। কিন্তু ডাকাত দল বিষয়টি টের পেয়ে গুলি চালালে ডিবি পুলিশও পাল্টা গুলি চালালে রুবেল নামে ওই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানায়, চলন্ত বাসে ডাকাতি, তরুণী ধর্ষণ ও চালক হত্যার ঘটনায় রুবেল জড়িত। এছাড়া তার নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজীসহ অসংখ্য মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদ আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ডাকাতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরে করা হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার জানায়, নিহত ডাকাতের বুকে ২টি গুলির চিহৃ রয়েছে ।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা