![টঙ্গী কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/rape2_129463.jpg)
গাজীপুর, ০৯ মার্চ, এবিনিউজ : টঙ্গী সরকারি কলেজের স্নাতক শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন ৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছে।
অভিযুক্ত যুবক আল-আমিন টঙ্গী সরকারি কলেজের স্নাতক (পাস) শেষ বর্ষের ছাত্র। মামালার পর থেকে পলাতক রয়েছে আল-আমিন।
সে গাজীপুর মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া পাছর এলাকার ইকবাল হোসেন ছেলে।
টঙ্গী থানা সূত্রে জানা যায়, টঙ্গী সরকারি কলেজের স্নাতক (পাস) শেষ বর্ষের ছাত্র আল-আমিন একই কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভনে ফেলে আল-আমিন ওই ছাত্রীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। তারা কলেজে যাওয়ার নামে প্রায়ই টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে শারীরিক সম্পর্ক করতো। এই অনৈতিক সম্পর্কের একপর্যায়ে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
গত ৬ মার্চ টঙ্গীর একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষায় মেয়েটি জানতে পারে সে ৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এমতাবস্থায় ওই ছাত্রী নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বিয়ের জন্য আল-আমিনকে চাপ দেয়। আল-আমিন বিষয়টি এড়িয়ে যায় এবং প্রেমিকাকে বিভিন্ন হুমকি দেয়। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে আল-আমিনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা করেন।
টঙ্গী মডেল থানার ওসি মো.কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেমিকরুপি ধর্ষক আল-আমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিএন/গাজীপুর/জসিম/এমসি