![আশুলিয়ায় শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/09/shishu-dhorshon-ovijog_129470.jpg)
সাভার, ০৯ মার্চ, এবিনিউজ : ঢাকার সাভারের আশুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক শিশুর বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক শিশুটি ও তার বাবা মাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
অার ধর্ষণের শিকার শিশুটির স্বজনদের কাছে খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই শিশু নেত্রকোনা জেলার সদর থানার টার্কুকোলা গ্রামে। গতকাল বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় রুস্তমপুর সাহাপাড়ায় এ ঘটনা ঘটলেও তা একদিন পর শুক্রবার স্বজনরা তা প্রকাশ করে।
শিশুটির মা সাংবাদিকদের জানায়, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালে মেয়েকে ভাড়া বাড়িতে রেখে তিনি ও তার স্বামী কাজে বের হয়। সেই সুযোগে তাদের প্রতিবেশী অন্য ভাড়াটিয়া জাহাঙ্গীর মিয়ার ছেলে আরব আলী ওই শিশুকে হাত পা ও মুখ বেধে ঘরে নিয়ে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। পরে শিশুটির গোঙ্গানী শুনে প্রতিবেশী ভাড়াটিয়ারা ঘরে গিয়ে শিশুকে উদ্ধার করে। রাতে তারা বাড়ি এলে ঘটনাটি জানতে পারেন বলে জানায় মেয়েটির মা।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানায়, আজ শুক্রবার দুপুরে থানায় খবর দেন শিশুটির পরিবারের সদস্যরা। তখন পুলিশ আসার খবর শুনে ধর্ষণকারী শিশু ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি