বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

লালমনিরহাটে নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

লালমনিরহাট, ১১ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক নবজাতকের বস্তাবন্দি অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সালমা সুপার মার্কেটে কৃষি উন্নয়ন ব্যাংকের গেট থেকে লাশটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে কৃষি উন্নয়ন ব্যাংকের গেটে কে বা কাহারা বস্তাবন্দি এক নবজাতকের লাশ ফেলে রাখে। রোববার সকালে ব্যাংকের গেট খুলতে গিয়ে বস্তাটি দেখতে পান ব্যাংক কর্তৃপক্ষ। পরে স্থানীয় উৎসুক জনতা বস্তাটি খুলে এক নবজাতকের লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং নবজাতককে ইসলাম ধর্মমতে দাফন করতে স্থানীয়দের অনুমতি দেয়া হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত