![যৌন হয়রানির সত্যতা মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/11/kamal_129745.jpg)
ঢাকা, ১১ মার্চ, এবিনিউজ : ৭ মার্চ আওয়ামী লীগের জনসভায় নারী লাঞ্ছনা ও যৌন হয়রানির ভিডিও ফুটেজে সত্যতা মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭ মার্চের দিন ওই মেয়েটিকে কয়েকজন ওড়না ধরে টানাটানি করেছে এ ঘটনা সত্য। ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে দেখা গেছে। পুলিশ ওই মেয়ের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে।’
তিনি বলেন, ‘যারা এ ধরনের কাজ করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। সেদিন সমাবেশে নারী-পুরুষের ঢল নেমেছিল। কারা, কোন উদ্দেশ্যে এমন কাজ করল সেটি আমাদের বের করতে হবে।’
খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির আন্দোলন বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে বিএনপির এমন কাউকেই গ্রেফতার করা হয়নি। যারা বিভিন্ন সময় জ্বালাও-পোড়াও রাজনীতি করেছে, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলা ও নির্দিষ্ট অভিযোগ থাকার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হচ্ছে।’
এবিএন/মমিন/জসিম