![দৌলতপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/12/shishu-dhorshon-ovijog_130037.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ১২ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে ৮ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় ঐ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার সন্ধ্যায় বৈরাগীরচর ভাঙ্গাপাড়া এলাকার এক দিনমজুরের কন্যা (৮) বাড়ীর পাশে খেলছিল। এসময় ঐ এলাকার হাফিজুল ইসলামের ছেলে জনি (৪০) তাকে জোর করে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ধর্ষক জনি পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। পওে থানা পুলিশের সহায়তায় দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের টি.এইচ.এ ডা. অরবিন্দু পাল জানান, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, ধর্ষককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি