বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী যুবকের ছুরিকাঘাত

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী যুবকের ছুরিকাঘাত

চাঁপাইনবাবগঞ্জ, ১৪ মার্চ, এবিনিউজ : চাঁপাইনবাবগঞ্জ শহরে এক যুবকের ছুরিকাঘাতে এক স্কু ছাত্রী আহত হয়েছে।

আজ বুধবার হুজরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রী (১৩) হুজরাপুর রেলবাগান এলাকার কামাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, সকাল ১০টার দিকে এক বান্ধবীর সঙ্গে স্কুলে যাচ্ছিল মেয়েটি। পথে হুজরাপুরে রেলবাগান এলাকার ফাকু উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২৫) তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মেয়েটির পরিবারের সঙ্গে মনিরুলের বিরোধ ছিল। এর জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত