![আদমদীঘিতে চার বছরের শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/mrittu-shishu-abn_131110.jpg)
আদমদীঘি (বগুড়া) , ১৯ মার্চ, এবিনিউজ : বগুড়ার আদমদীঘির কুসুম্বী সরদার পাড়া গ্রামে খেলার বশিভুতে গলায় খেলনা প্লাষ্টিকের গাড়ীর চাকা আটকিয়ে মাত্র চার বছরের কন্যা শিশু রাবেয়ার মৃত্যু হয়। এঘটনায় ওই গ্রামে ছোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির কুসুম্বী সরদার পাড়ার গোলাম রব্বানীর শিশু কন্যা রাবেয়া প্রতিদিনের মতো প্লাষ্টিকের গাড়ী নিয়ে খেলা করছিল। গতকাল রবিবার সন্ধায় খেলার ছলে খেলনা গাড়ীর চাকা মুখে দিয়ে গিলে ফেলে। চাকার কর্কটি গলায় আটকিয়ে গেলে শিশুটি ছটফট করতে থাকে পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। অবস্থা অবনতি দেখে স্থানান্তর করলে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/নির্ঝর