বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জয়পুরহাটে এসিড নিক্ষেপ মামলায় ১ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে এসিড নিক্ষেপ মামলায় ১ জনের যাবজ্জীবন

জয়পুরহাট, ২০ মার্চ, এবিনিউজ : জয়পুরহাটে কালাইয়ে এক কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ মামলায় প্রভাষক সাইফুল ইসলাম বাবুকে যাবজ্জীবন কারদন্ড ও এক লাখ টাকা জরিমানা আনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর আদালত আজ মঙ্গলবার দুপুরে বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী কালাই উপজেলার কাথাইল গ্রামের শাজাহান আলীর ছেলে এবং গাইবান্ধা জেলার পিয়ারাপুর আইজিএম স্কুল এ্যান্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক।

মামলার বিবরণে জানা যায়, কালাই উপজেলার কাথাইল গ্রামে গত ২০১৩ সালের ১৩ আগস্ট গভীর রাতে একই গ্রামের এক কলেজ ছাত্রীকে নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় তার ফুফা প্রভাষক সাইফুল ইসলাম বাবু ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে ওই ছাত্রীর মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ২১ আগস্ট ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত দীর্ঘ শুনানী শেষে আজ এ মামলার রায় ঘোষনা করেন।

তবে এ মামলার রায়ে ওই ছাত্রীর বাবা অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে উচ্চ আদালতে মৃত্যুদন্ড চেয়ে আপীল করবেন বলে জানিয়েছেন।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত