বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আটকে পড়া শিশুটিকে উদ্ধার করলো ফয়ার সার্ভিস

আটকে পড়া শিশুটিকে উদ্ধার করলো ফয়ার সার্ভিস

ঢাকা, ২১ মার্চ, এবিনিউজ : রাজধানীর উত্তরায় একটি বাসায় আটকে পড়া শিশুকে উদ্ধার করেছে ফয়ার সার্ভিস। ওই শিশুটি খেলতে গিয়ে একটি রুমের দরজা লক হয়ে আটকা পড়ে। আজ বুধবার উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় শিশুটির মা ফেরদৌসী আসমত রান্না ঘরে ছিলেন। বাবা মো. মমিনুল ইসলাম ছিলেন অফিসে।

শিশুটি স্বজনরা জানান, বাচ্চাটি খেলতে গিয়ে বাসার একটি রুমের দরজা লক হয়ে আটকা পড়ে যায়। বাচ্চাটিকে উদ্ধারের জন্য তার মা ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেন। পরে দরজা খুলতে না পেরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে উত্তরা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে, ঘটনাস্থলে হাজির হন উত্তরা ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় তারা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে দরজাটি খুলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, বলেন, বাসায় বিদ্যুৎ,গ্যাস ছিল এবং শিশুটি আতঙ্কিত ছিল। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত