বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিয়ের আগের রাতে মেয়ের সঙ্গে জানেন বাবা কি করলেন?

বিয়ের আগের রাতে মেয়ের সঙ্গে জানেন বাবা কি করলেন?

ঢাকা, ২৩ মার্চ, এবিনিউজ : ফের এক অনার কিলিংয়ের দৃশ্য দেখল দেশ। এবার ঘটনাস্থল কেরল। একই জাতির মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার জন্য বিয়ের আগের রাতেই খুন হয়ে যেতে হল একটি মেয়েকে। হত্যাকারী স্বয়ং বাবা৷ অভিযোগ এমনই।

গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর কেরলের মালাপ্পুরম জেলায়। মৃত আথিরা এঝাবা সম্প্রদায়ের কন্যা। ব্রজেশ নামে এক দলিত যুবককে তিনি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু আথিরার পরিবার এতে মত দেয়নি৷ তাঁর বাবা বিয়ে নিয়ে অনেক ঝামেলা করেন। তা সত্ত্বেও কিছু না হওয়ায় শুক্রবার রাতে মেয়েকে তিনি খুন করেন বলে অভিযোগ। প্রথ আথিরা নিজেকে বাঁচাতে সক্ষম হন৷ তিনি প্রতিবেশির বাড়িতে পালিয়ে যান। কিন্তু বাবা তাঁকে ধাওয়া করেন। এরপর রান্নাঘরের ছুরি দিয়ে তিনি আথিরাকে আঘাত করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপরই মারা যান আথিরা।

মাঞ্জেরি মেডিক্যাল কলেজের ল্যাব অ্যাসিট্যান্ট ছিলেন আথিরা। তাঁর বুকে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ৷ সঙ্গে এও জানিয়েছে, সাময়িকভাবে উত্তেজিত হয়ে মেয়ের বুকে ছুরি বসিয়ে দেন বাবা৷ কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে মেয়েকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চান তিনি৷ কিন্তু আথিরাকে বাঁচানো যায়নি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত