শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় ৬ তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

চকরিয়ায় ৬ তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার),৩১ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়ায় ৬তলা ভবনের ছাদ থেকে পড়ে নিধি নামের ১৪ মাস বয়সি এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার পুরাতন বিমান বন্দরস্থ মালেক টাওয়ারে এঘটনা ঘটে। ছয়তলা ছাদ থেকে পড়ে মারা যাওয়া নিধি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মোস্তাক আহমেদের মেয়ে।

বাবা মোস্তাক আহমেদ কক্সবাজারের রামুস্থ এনজিও আশার কর্মকর্তা। চাকুরীতে যাওয়া-আসার সুবিধার্থে পেকুয়ার নিজ বাড়িতে না থেকে মায়ের সাথে চকরিয়ার মালেক টাওয়ারের ছয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিল তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৪ মাস বয়সি ছোট বোন নিধিকে কুলে নিয়ে ছয় তলা ভবনের ছাদে উন্মুক্ত বাতাস নিতে যায় ৫ম শ্রেণী পড়ুয়া বড় বোন নিলিমা আহমেদ। ছাদের কিনারায় গিয়ে লাগায়ো সড়কে চলাচলরত গাড়ি দেখাচ্ছিল ছোট বোনকে। এসময় অসর্তকতায় কুল থেকে নিচে পড়ে যায় শিশু নিধি। সাথে সাথে মারা যায় সে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত