![আখাউড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/child_abnews_135162.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৪ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে আখাউড়া দক্ষিন ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওই শিশু হলো সাতপাড়া গ্রামের আনিস মিয়ার ছেলে হাবিবুল্লাহ।
জানা গেছে, আজ শনিবার দুপুরে সাতপাড়ার আনিস মিয়ার শিশু সন্তান হাবিবুল্লাহ ঘরে খেলা করছিল। ঘরের এক কোণে একটি বালতিতে পানি রাখা ছিল। শিশুটির মা উঠানে কাজে ব্যস্ত ছিল। কিছু সময় পর শিশুদের শব্দ না পেয়ে মা দৌড়ে ঘরে আসেন।
এদিকে ওদিকে তাকিয়ে সন্তানকে দেখতে না মা বিস্মিত হয়ে পড়েন। পরে বালতির দিকে তাকিয়ে দেখে পানিতে ডুবে অচেতন অবস্থায় রয়েছে তার শিশু সন্তান। মা চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে শিশুকে নাড়াচাড়া করতে থাকওে শিশুটির কোন সাড়া শব্দ পাওয়া যায়নি।
দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের খোকন মিয়া জানান, দুপুরে ঘরে খেলার সময় শিশুটি বালতির পানিতে ডুবে মারা গেছেন। বাদ আছর তার দাফন সম্পন্ন হয়েছে।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি