![মেলান্দহে শিশুকে ধর্ষণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/14/shishu-dhorshon-ovijog_135163.jpg)
জামালপুর, ১৪ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে নাংলা ইউনিয়নের ভাগুরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর থেকে একই গ্রামের মিস্টারের ছেলে মামুন (১৭) পলাতক রয়েছে। ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান-শিশুকে চিপস দেয়ার প্রলোভনে স্থানীয় একটি রাইচ মিলের আড়ালে নিয়ে ধর্ষণ করে।
এলাকাবাসি জনান-ঘটনাটি বাইরে জানাজানি হবার পর প্রথমে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে মেলান্দহ হাসপাতালে পরে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি