
ঢাকা, ১৮ এপ্রিল, এবিনিউজ : মানুষের জীবনে দ্বিতীয় বিয়ে হয়েই থাকে! তবে গ্রামের সবাই যে ডাবল বিয়ে করবে তাতো না ? তবে সেটা যখন প্রথা হয়ে দ্বাড়ায় তখন তো করার কিছু থাকে না। এ গ্রামে ৭০ পরিবারের বসবাস। আর এখানকার সকল পুরুষেরই দুইজন করে স্ত্রী। শুনতে অবাক লাগলেও ভারতের রাজস্থানের বার্মের জেলার দেরাসর গ্রামে রয়েছে এই প্রথা। সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম এবেলায় প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, গ্রামটিতে সব মিলিয়ে ৬০০ মানুষের বসবাস। সেই বিশ্বাসটি বড়ই অদ্ভুত। এই গ্রামে কারোই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে সন্তান আসে না। কোনো ব্যাখ্যা নেই এই ঘটনার। কিন্তু বহুকাল ধরে এমনটাই ঘটে আসছে বলে দাবি গ্রামবাসীদের। আশ্চর্যের এখানেই শেষ নয়। প্রথম পক্ষের স্ত্রী’দের কোনো ক্ষোভও থাকে না দ্বিতীয় পক্ষের সন্তানদের নিয়ে।
এবিএন/মমিন/জসিম