রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার: গ্রেফতার ২

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার: গ্রেফতার ২

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, এবিনিউজ: চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথা থেকে অপহৃত সাত বছরের শিশু মাইশাকে উদ্ধার করেছে র‌্যাব-৭। গতকাল সোমবার রাত সোয়া আটটার সময় র‌্যাব ৭ এর মেজর মো. রুহুল আমিনের নের্তৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়ার পালাকাটা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় অপহরণ চক্রের ২ সদস্যকে।

গ্রেফতার অপহরণকারীরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া পালকাটা গ্রামের বদিউল আলমের ছেলে মো. মমিনুল ইসলাম (১৯) এবং একই এলাকার শাহাবউদ্দিনের স্ত্রী ও মৃত আব্দুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, চার দিন আগে গত ১৯ এপ্রিল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন রাস্তার মাথায় নিজ বাড়ীর সামনে হতে ৭ বছরের শিশু তাসফিয়া আক্তার মাইশাকে সুকৌশলে অপহরণ করে অপহরণকারীরা। পরদিন ২০ এপ্রিল সাতকানিয়া দাইমারখীল দক্ষিণ ঢেমশার আব্দুল গফুর বাদি হয়ে র‌্যাব-৭ এ লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয় অপহরণকারীরা ০১৬৩৬৫৫০৮৩৯ হতে প্রথম পর্যায়ে ২ লক্ষ এবং পরে ৭০ হাজার টাকা মুক্তিপন দাবী করে অন্যথায় শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন অপহরণকারীরা। এ অভিযোগের ভিত্তিতে বিভিন্ন কৌশলে সোমবার রাতে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টিম। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত শিশুকণ্যা তাসফিয়া আক্তার মাইশাকে।

অপহৃত শিশুকে উদ্ধারের পর তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে জানিয়ে মিমতানুর রহমান বলেন গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত