ফেনী, ২৫ এপ্রিল, এবিনিউজ : ফেনীর দাগনভূইয়া উপজেলায় শারমিন আক্তার (২২) নামে এক নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী বিরুদ্ধে।
উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের ভূইয়া বাড়িতে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন আক্তার নোয়াখালী জেলার ওমর ফারুকের স্ত্রী। ওমর ঢাকায় গ্যারেজ মেকানিকের কাজ করেন।
পুলিশ বলছে, ঘটনার পর থেকে মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তিনি ওই এলাকার আবদুল মজিদের ছেলে।
নিহতের ছোট বোন ফরিদা আক্তার বলেন, বিকালে শারমিন ও জাহাঙ্গীর একটি ঘরে বসে টিভি দেখছিল। একপর্যায়ে জাহাঙ্গীর পিস্তল দিয়ে শারমিনে পেটে গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার দুই মিনিট পর শারমিন মারা গেলে জাহাঙ্গীর পালিয়ে যায়।
দাগনভূইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে শারমিনের লাশ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের কারণ পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম