বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সদরপুরে বাল্যবিয়ের থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

সদরপুরে বাল্যবিয়ের থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

সদরপুর (ফরিদপুর), ২৫ এপ্রিল, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ এর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে রোকসানা আক্তার (১৭) নামের এক স্কুল ছাত্রী। অপরদিকে বিয়ের আসর থেকে বর কে ও আটক করা হয়।

জানা যায়, আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের গুপীডাঙ্গী গ্রামের মো. মোশাররফ হোসেনের স্কুল পড়–য়া মেয়ে রোকসানা আক্তারের সাথে একই ইউনিয়নের চরডুবাইল গ্রামের মো. হারুন ফকির এর ছেলে মো. সুজন ফকির (২৭)-এর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন। ওই সময় বিয়ের আসর থেকে বর সুজন ফকির কে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে মেয়ের বাবাকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ অনুষ্ঠিত হবে না এই মর্মে অঙ্গীকার নেওয়া হয়। ওই স্বীকারোক্তিতে তাদের ছেড়ে দেন নির্বাহী ম্যাজিট্রেট।

রোকসানা আক্তার সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বিয়ে বাড়িতে নির্বাহী ম্যাজিট্রেট বাল্যবিবাহের কুফল ও না দেওয়ার জন্যে এলাকাবাসীর মাঝে সচেতনমূলক বক্তব্য দেন।

এবিএন/সাব্বির/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত