![আড়াইহাজারে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/dead_abnews_24_136975.jpg)
আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ২৬ এপ্রিল, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পড়নে শাড়ী পরিণত ছিল এবং গায়ের রঙ শ্যামলা।
আড়াইহাজার থানার এসআই শাহাদাত জানান, বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই নারী আহত ওই নারীকে চিকিৎসা দিতে নিয়ে আসেন।
পরে হাসপাতালের জরুরী বিভাগে তাকে রেখে মুহুর্তেই তারা সেখান থেকে ছটকে পড়েন। এসাআই জানান, লাশের মুখমন্ডলে আঘাত জনিত একটি চিহৃ ছিল।
এবিএন/হাকিম ভূইয়ান/জসিম/এনকে