![মিরপুরে মা-মেয়েসহ ৩ জনকে গলাকেটে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/mirpure_137577.jpg)
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর মিরপুরে সরকারী বাঙলা কলেজে’র পাশে সরকারি কলোনির একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় খবর পেয়ে কলোনির সি টাইপ কোয়ার্টারের চতুর্থ তলার বাসা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার দুই মেয়ে হাবিবা তাসমীন হিমি (৯) ও হাদিবা (২)। নিহতদের শরীরের গলায় কাটা চিহ্ন রয়েছে।
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, খবর পেয়ে আমরা বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করি। তবে বিষয়টি মা তার দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত জেসমিন আক্তারের স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
এবিএন/মমিন/জসিম